back to top

চট্টগ্রামে ভোক্তার অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা গুণল ৬ প্রতিষ্ঠান

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১২:২০

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন বিভিন্ন এলাকা এবং কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় পৃথক পৃথক তদারকিমূল অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য তৈরি, পরিবেশন এবং খাদ্যে নানান রকম ভেজাল উপকরণ মেশানোর অপরাধে মোট ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লক্ষ তের হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, বুধবার খুলশী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, ওয়ারলেস এলাকায় নিউ শাহী নামে একটি বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন রং এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এর আগে গত ১১ নভেম্বর তারিখেও ওই বেকারিতে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করার তথ্য জানিয়েছেন এ কর্মকর্তা।

এদিকে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথকে সাথে নিয়ে দিনের অপর অভিযানটি পরিচালিত হয় কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায়।

সেখানে ক্যাফে আল মক্কা হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং অবৈধ প্রক্রিয়া খাবার উৎপাদন করায় ১০ হাজার টাকা ও বাসি মিষ্টি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণের জন্য জাহাঙ্গীর ফুডসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া পণ্যের মোড়কজাতবিধি বৃদ্ধি লঙ্ঘন করায় নূর সুইটসক ৭ হাজার এবং বনফুলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।