back to top

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন, আটক ২

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৮:০৬

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত।

এটি রেলস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

আনোয়ার হোসেন আরও জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।