সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছিলেন টাইগার ব্যাটাররা। ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলছিল তারা। কিন্তু তৃতীয় দিনের শুরুটা ভালো করতে পারেননি স্বাগতিকরা। ৯ বলের ব্যবধানে ২ দুই উইকেট হারিয়েছে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৪ রান। শান্ত ৩২ রানে এবং মুশফিক ও ৯ রানে ব্যাট করছেন। এতে ৯৮ রানের লিডে রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় (১৬৯*) ও মুমিনুল হক (৮০*)।
এদিন ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন জয়। ২৮৬ বলে ১৭১ রান করেছেন তিনি।
এর ৯ বল পরেই সাজঘরে ফেরেন মুমিনুল। ১৩২ বলে ৮২ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর দলের হাল ধরেন নামজুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

