back to top

নবারুণ বিশ্বাসের আধুনিক গানের মিউজিক ভিডিও ‘খোপার বাঁধন”

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৭:০৫

আধুনিক বাংলা গানের জগতে আর একটি নতুন সংযোজন। ‘খোপার বাঁধন” শিরোনামে নতুন একটি রোমান্টিক ধাঁচের বাংলা গান মিউজিক ভিডিও আকারে তৈরি করা হয়েছে।

গানের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলে এতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস। নতুন এই গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

‘আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে রের্কড করা গানটির সঙ্গীতায়োজনে আছেন অশোক চৌধুরী। বেহালায় ছিলেন অপরাজিতা চৌধুরী এবং ভিডিও এডিটিং এ ছিলেন প্রণয় বিশ্বাস।

গানটি গত ৯ নভেম্বর শিল্পীর ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস আশা করছেন, রোমান্টিক বাংলা গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস কন্ঠশিল্পীর পাশাপাশি একজন গুণী গীতিকবি ও সুরকার।

তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে আছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল,উলুধ্বনি দে,বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ,শোনায় নতুন প্রেমবাণী, গুরুর নামে ভাসাও তরী, এসো হে জগৎ জননী,স্নেহের পরশ সহ অসংখ্য গান।