চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাউসিয়া সুইটস এন্ড বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানার টাকা আদায় করা হয়।
তিনি বলেন, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম-অপরাধে মেসার্স গাউসিয়া সুইটস এন্ড বেকারিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

