কখনও ব্রিগ্রেডিয়ার জেনারেল, কখনও স্থানীয় লেফট্যানেন্ট জেনারেল এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সহজ সরল মানুষদের জিম্মি করাসহ নানান অপরাধে অভিযুক্ত সেই ক্ষমতাধর আওয়ামীলীগ নেতা মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় নাশকতার মামলায় শুক্রবার (১৪ নভেম্বর) চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রফিক আহম্মদ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চকবাজারের মেহের ভবনের চতুর্থ তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থাকা ও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
