কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ ৩৫ ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ পারভেজ (৩৫)। শনিবার (১৫ নেভম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
বিজিবি সুত্রে জানা যায়,ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহি বাস হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় পৌছেন।
আরও পড়ুন
এসময় বিজিবি সদস্যরা যাত্রীবাহি তল্লাশী চালায়।বিজিবি সদস্যরা একযাত্রীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।
পরবর্তীতে যাত্রী পারভেজের কাছে একটি কালো রঙের স্কুল ব্যাগে খাকি কাগজে মোড়ানো ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ফেনসিডিল টেকনাফে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

