back to top

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০৫:৫৬

২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে-সেই সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতি।

সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সালের ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় দেখা গেছে, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার দেখা যেতে পারে।

তবে সেদিন চাঁদ দেখা কঠিন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই অনুযায়ী রোজা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি এবং এ বছর রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে।

যদি রোজা ৩০ দিন হয়, তবে আরব আমিরাতে ঈদের ছুটি হবে চার দিন-১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। এরপর ২৩ মার্চ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। রোজা শেষে ঈদের নামাজ, পরিবারের সঙ্গে সময় কাটানো, দান-খয়রাত এবং সামাজিক আড্ডায় এই দিন উদযাপন করা হয়।

তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে আমিরাতের চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর, যা নির্ধারিত সময়ের কাছাকাছি প্রকাশ করা হবে।