back to top

বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১০:০০

দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু করছে বিটিআরসি।

ফলে এই দিন থেকে দেশের নেটওয়ার্কে কোনো অবৈধ বা আনঅফিশিয়াল স্মার্টফোন আর সচল থাকবে না।

তবে, ব্যবহারকারীদের জন্য সুখবর হলো—NEIR চালুর আগেই নেটওয়ার্কে বর্তমানে যুক্ত থাকা বৈধ ও অবৈধ সব ধরনের ফোনই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে বর্তমানে ব্যবহৃত কোনো ফোনই বন্ধ হওয়ার আশঙ্কা নেই।

রোববার (১৬ নভেম্বর) বিটিআরসি এক বার্তায় জানায়, ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন নেটওয়ার্কে রয়েছে, সেগুলোর তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে, সিস্টেম চালুর পর থেকে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

ভবিষ্যতে যেকোনো হ্যান্ডসেট কেনার আগে গ্রাহকদের সেটির বৈধতা যাচাই করতে হবে। ফোন বৈধ কিনা, তা সহজে চেক করার প্রক্রিয়া:

-মোবাইলে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার IMEI নম্বর বের করুন।
-এরপর মেসেজ অপশনে KYD<স্পেস>IMEI নম্বর লিখে মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।
-ফিরতি বার্তায় ফোনটি বৈধ নাকি অবৈধ, তা জানানো হবে।

এছাড়া এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে গ্রাহকেরা নিম্নলিখিত মাধ্যমগুলোতে যোগাযোগ করতে পারবেন:

* হেল্পডেস্ক নম্বর ১০০
* যে-কোনো অপারেটর থেকে *16161# (সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে)
* অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১
* সরাসরি কাস্টমার কেয়ার সেন্টার এবং বিটিআরসি’র অফিসিয়াল ওয়েবসাইট