back to top

শাহ আমানতে ৩২৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৬:৫৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ১১ লাখ টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দরে থাকা এনএসআইয়ের একটি দল রবিবার (১৬ নভেম্বর) রাত ৮ টা ২০ মিনিটে এসব সিগারেট জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৮ টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইট (বিএস ৩৪৪) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তল্লাশির সময় ওই ফ্লাইটের যাত্রী মো. রকিবুল ইসলামের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩২৬ কার্টন বিদেশি সিগারেট এবং ৪৮ পিস নিষিদ্ধ ক্রিম পাওয়া যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটককৃত সিগারেটের রাজস্বের পরিমাণ ১১ লাখ ৪১ হাজার টাকা।

সিগারেট ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। যাত্রীর বিরুদ্ধে প্রথমবারের অপরাধ হওয়ায় তাকে মুচলেকা নিয়ে মৌখিকভাবে সতর্ক করে ছাড় দেওয়া হয়েছে।