ভারতের জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে বেড়ে গেল কুমার সাঙ্গাকারার দায়িত্ব। আবার রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি এই ব্যাটার।
আগে থেকেই রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্বরত আছেন সাঙ্গাকারা। এর সঙ্গে ২০২৬ আইপিএলের জন্য প্রধান কোচ হিসেবেও তার নাম ঘোষণা করেছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।
রাজস্থানের কোচ হিসেবে এর আগেও কাজ করেছেন সাঙ্গাকারা। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। সাঙ্গাকারার কোচিংয়ে ২০২২ সালে ফাইনাল খেলে রাজস্থান। ২০২৪ সালে তারা পৌঁছায় প্লে-পফে।
পরে ২০২৫ সালের আইপিএলে সাঙ্গাকারার জায়গায় রাজস্থানের কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়, নতুন আসরে আর থাকবেন না দ্রাবিড়।
এবার আইপিএলের মিনি নিলামের মাসখানেক বাকি থাকতে সাঙ্গাকারাকে পুনরায় দায়িত্ব দেওয়ার খবর জানাল তারা। এছাড়া বিক্রম রাঠোরকে দেওয়া হয়েছে প্রধান সহকারী কোচের দায়িত্ব। বোলিং কোচ হিসেবে আছেন শেন বন্ড।

