back to top

৩২ নম্বর তোদের পরাজয়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে!

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৮:৩২

বিবিসি বাংলার একটি সংবাদের কার্ড শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা লিখেছেন, ‘ওহে রাজাকারের বাচ্চারা, হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না।

৩২ হলো ফিনিক্স! ভেঙে গুঁড়িয়ে দেওয়া প্রতিটি ইটের কণা আর পুড়িয়ে ছাই করে দেওয়া ধ্বংসস্তূপের গর্ভ থেকেই পুনর্জাগরণ হবে ৩২-এর।

যতদিন এই ভূখণ্ডে বাংলাদেশের পতাকা উড়বে, ততদিন ৩২ নম্বর তোদের পরাজয়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে!’

এর আগে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়।