back to top

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:০২

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ সুবিধা চালু করছে যুক্তরাষ্ট্র। ম্যাচের টিকিটধারী ভক্তরা এবার অগ্রাধিকারভিত্তিক ভিসা সাক্ষাৎকারের সুযোগ পাবেন—যা কঠোর ভিসা নীতির দেশটিতে বড় টুর্নামেন্ট সামনে রেখে এক গুরুত্বপূর্ণ ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস টাস্কফোর্স এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ফিফার নতুন উদ্যোগের নাম FIFA Priority Appointment Scheduling System (FIFA PASS)।

এর লক্ষ্য হলো—বিশ্বকাপের সময় বিশ্বের লাখো সমর্থকের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়াকে সহজ করা, একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতি বজায় রাখা।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা আগে থেকেই বলেছি, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ—FIFA PASS তারই প্রমাণ।”

ট্রাম্পও বিশ্বকাপে আসতে ইচ্ছুক দর্শকদের দ্রুত ভিসার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও জানিয়েছেন, বাড়তি ভিসা চাহিদা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে ৪০০–র বেশি নতুন কনসুলার কর্মকর্তা পাঠানো হয়েছে। তার মতে, বিশ্বের প্রায় ৮০ শতাংশ দেশেই এখন ৬০ দিনের ভেতরে ভিসা সাক্ষাৎকার পাওয়া সম্ভব হবে।

২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের আসর। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে ৭৮টি ম্যাচ, পাশাপাশি মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরও আয়োজকের দায়িত্ব পালন করবে।

টিকিট বিক্রি শুরুর প্রথম কয়েক সপ্তাহেই ফিফা জানিয়েছে, ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

অক্টোবরে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রিও। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।