back to top

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে কুষ্টিয়ার ১১ পর্যটক আহত

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৭:১২

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অন্যদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ওসি সোহরাওয়ার্দী জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।