বান্দরবানের লামার ফাইতং পাগলীর আগা এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনার সময় স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। এতে বিজিবি ও পুলিশের ৭ সদস্য ও প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির গাড়িসহ মোট ৬টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। অনেকে আহত হয়েছেন।
শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে তাদের ৮ জন নারী শিশুসহ মোট ৫০ জনের অধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেককে আটক করা হয়েছে।

