back to top

ভূমিকম্পে কেঁপে উঠলো মিরপুর, খেলা বন্ধ ছিল ৩ মিনিট

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৫:৪০

৫৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল। তারপরই এক গোলমেলে অবস্থা মাঠজুড়ে। খেলা গেল থেমে।

খেলোয়াড়রা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে বাউন্ডারি লাইনে এলেন। দর্শকরাও আতঙ্কিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা।

তার প্রভাব পড়ল খেলায়। তিন মিনিট বন্ধ ছিল খেলা। তারপর মাঠে নেমে তাইজুল ইসলাম পেলেন জোড়া সাফল্য।

৫৯তম ওভারের প্রথম বলে দোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড। ডাক মারেন আইরিশ ব্যাটার।

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল আয়ারল্যান্ড।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।