back to top

সিইউএফএলে ৫ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৬:৩৭

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এ ‘এক কর্পোরেশন এক স্কেল’সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি. সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।

মানববন্ধনে শ্রমিকরা এক কর্পোরেশন এক স্কেল কার্যকর, সিইউএফএলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত, পে কমিশনভুক্ত শ্রমিকদের জন্য ৫% প্রণোদনা এবং ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর, শ্রমিকদের প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট বাস্তবায়ন ও জরুরি ভিত্তিতে ডিপিপি কার্যকর করার দাবি জানান।

এ সময় সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শ্রমিক-কর্মচারীদের দাবির সাথে একমত পোষণ করে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ।

তাদের দাবি শতভাগ যৌক্তিক। আমি এই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে।