শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির খুব কাছে গিয়ে মিস করেছেন মুমিনুল হক।
তিনি আউট হওয়ার পরই ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এতে আয়ারল্যান্ডের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫০৯ রানের। মিরপুর টেস্টের আর দেড় দিনের মতো বাকি।
আজ শনিবার দিনের শুরুতে অ্যান্ডি ম্যাকব্রাইনের একটু নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান সাদমান। বাঁহাতি এই ওপেনার করেন ১১৯ বলে সাত চারে ৭৮ রান।
এরই সঙ্গে ভাঙে মুমিনুল হকের সঙ্গে তার ৫৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি। উইকেটে আসেন অধিনায়ক শান্ত।
কিন্তু পাঁচ বলের বেশি টিকতে পারেননি। মাত্র ১ রান করে তিনি জর্ডান নিলের বাড়তি বাউন্সে চমকে গিয়ে ক্যাচ তুলে দেন। চার বলের ব্যবধানে এই দুই উইকেট হারায় বাংলাদেশ।
এরপরই চতুর্থ উইকেটে ১২৩ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। ৭৬ বলে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেওয়া মুমিনুল সেঞ্চুরির পথে ছুটছিলেন। সে কারণেই লাঞ্চের পর আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
তবে ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করে মুমিনুল আউট হলেও বাংলাদেশ তাদের ইনিংস ঘোষণা করেছে। অন্যপ্রান্তে ৪৪তম ফিফটি পূরণ করা মুশফিক অপরাজিত থাকেন ২ চার ১ ছক্কায় ৫৩ রানে।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৪১৮ রান তাড়া করে জিতেছিল।
মানে বাংলাদেশকে হারাতে হলে আয়ারল্যান্ডকে বিশ্ব রেকর্ড গড়তে হবে।
