back to top

চট্টগ্রামে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৩:০৭

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে তাকে আটক করে র‌্যাব-৭।

আটক ব্যক্তির নাম মীর মোশাররফ হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার সিকদার বাড়ির আনছারুল হক সিকদারের সন্তান।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট উএর আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।