back to top

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ০৯:২১

আয়ারল্যান্ডের লোয়ার-অর্ডারের দৃঢ় প্রতিরোধের পরও মিরপুর টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ

এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটি জয়ে রাঙিয়ে রাখল টাইগাররা।

আজ পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল আয়ারল্যান্ডের ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে। ধারণা করা হচ্ছিল, দিনের প্রথম সেশনেই হয়তো খেলা শেষ হয়ে যাবে। তবে আইরিশ ব্যাটারদের দৃঢ়তায় জয়ের জন্য বাংলাদেশকে প্রায় ৬০ ওভার অপেক্ষা করতে হয়।

শেষ পর্যন্ত ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এটি টেস্টের চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

আয়ারল্যান্ডের হয়ে একাই লড়াই চালিয়ে যান কার্টিস ক্যাম্ফার। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়ে তিনি ৭১ রানে অপরাজিত থাকেন।

এছাড়া হ্যারি টেক্টর ৫০ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। তারা দুজনেই ৪টি করে উইকেট শিকার করেন।

এর আগে, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করলে আয়ারল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক ৮৭, সাদমান ইসলাম ৭৮ এবং মুশফিকুর রহিম অপরাজিত ৫৩ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিলে বিশাল লিড পায় বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রান সংগ্রহ করেছিল। জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়। বিশাল এই জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম দাপুটে জয় পেল বাংলাদেশ।