back to top

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ০৯:৪৮

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয় ৩৯ বয়সী এ আসামির।

মৃত কয়েদির নাম মাওলানা মনসুর আলম (৩৯)। তিনি কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইকবাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি সাত বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।