back to top

বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ সাবেক সেনা সদস্যকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১২:৫০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘটনাটি অবগত হয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধার পরিবারের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কুশল বিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫ বান্ডেল টিন, নগদ বিশ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

তাছাড়া বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের বসতঘরটি পুনর্নির্মাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক।

বেশি সময় নেননি, খুব স্বল্প সময়ের মধ্যেই কথা রেখেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। আজ রবিবার (২৩ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা জনাব ইউনুচ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পঁচাত্তর হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোগীতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত ২০ নভেম্বর আনুমানিক রাত ৯ টার সময় আগুনে পড়ে যায় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের বসতঘর।