back to top

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১১:২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম পালাকটা ২ নম্বর ওয়ার্ডের ওলুঘোনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন পঞ্চাশোর্ধ বয়সী বৃদ্ধা রেজু আরা বেগম (৫২)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত রেজু আরা একই উপজেলার পশ্চিম পালাকটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মঙ্গলবার সকালে ওলুঘোনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত একমাসে রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।