কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সোর্সের তথ্য পেয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫ এর বিশেষ টিম অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া গ্রামের আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭) এবং ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২২)।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

