চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির এইচবি পোশাক কারখানার ৬ তলা ভবনে নিচতলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন।
এ ঘটনায় কোন কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হলেও আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে জানালেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
