back to top

রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ০৯:১৬

রাঙামাটির কাউখালীতে ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে অটোরিকশা চালক মো. হাসান মিয়া (৩৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই সিএনজির যাত্রী গিয়াস উদ্দীন। তিনি বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বেতবুনিয়া রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক হাসান মিয়া বরিশালের লালমোহন থানার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত গিয়াস উদ্দীন চকরিয়া থানার কৃষ্ণপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় অটোরিকশার চালক হাসান মিয়া ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক শিবু বড়ুয়া পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে পলাতক চালকের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।