back to top

পিজি হাসপাতালে আগুন

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ০৯:৪৩

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) ‘ব্লক-এ’ এর চতুর্থ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি।