নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ৬ দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। সবশেষ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
সরাসরি সাইনিংয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগেই দলে ভিড়িয়েছেন সৌম্য সরকারকে।
আরও পড়ুন
নোয়াখালি এক্সপ্রেসের মালিকানায় আছে দেশ ট্রাভেলস। ইতোমধ্যেই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
সরাসরি সাইনিংয়ে হাবিবু রহমান সোহানকে দলে নেওয়ার খবর আগেই জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
এবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে সৌম্যকে স্কোয়াডে নেওয়ার কথা। এছাড়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলবেন বলে জানা গেছে।
এবারের বিপিএল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। ১৭ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৩০ নভেম্বর নিলামে থাকবে ২৫০ জন বিদেশি ও ১৫৮ জন স্থানীয় ক্রিকেটার।
