চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ঘুরে বেড়ানো এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্টেশনসংলগ্ন এলাকায় মিনহাজ নামের ওই ব্যক্তিকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মিনহাজ ফটিকছড়ির আর এইচ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।
তিনি নিজেকে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন।
আটক করার সময় তার কাছ থেকে হাসপাতালের একটি আইডি কার্ড, ডা. শাহীন আক্তার চৌধুরীর শতাধিক স্বাক্ষরসহ প্রেসক্রিপশন এবং বিভিন্ন মেডিকেল টেস্টের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চবি সহকারী প্রক্টর অধ্যাপক নুরুল হামিদ কানন বলেন, জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের মাধ্যমে আমরা তাকে আটক অবস্থায় পাই।
তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। কিছুদিন ধরে নজরদারিতে থাকা এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নারী শিক্ষার্থীকে নেতিবাচক বার্তা পাঠিয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সখ্যতা গড়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মিনহাজকে হাটহাজারী থানায় হস্তান্তর করে।

