back to top

পাসপোর্টকে ব্যবহার করে ভোট প্রদানের ব্যবস্থা করতে ইসিকে আহ্বান রিজভীর

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:১২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ১ কোটি লোক প্রবাসে আছেন, ভোটার হিসাবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজার, তাই পাসপোর্টকে ব্যবহার করে ভোট প্রদানের ব্যবস্থা করতে ইসিকে আহ্বান জানান তিনি।

আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারি মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহব্বান জানান।

শেখ হাসিনার আমল মানে গুম-খুন ও হরিলুটের আমল বলে মন্তব্য করে রিজভী বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘শেখ হাসিনা মনে করতেন বেগম খালেদা জিয়া তার পথের কাঁটা, তাই বিগত সময়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলে জেলখানায় তার খাবারে বিষ মিশিয়ে দেয়া হয়েছিলো।’

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন নিজের জন্য, ছেলে ও পরিবারের জন্য। বিপুল স্বর্ণ কিনে মজুদ করেছেন। তার লোকজন দেশের ব্যাংক লুট করে পাচার করেছে।

শেখ হসিনা এখন সব ছেড়ে দেশ থেকে পালিয়েছেন, জমানো স্বর্ণও নিয়ে যেতে পারেন নি।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘৫ আগস্টের পর সমাজে অস্ত্রের ঝনঝনানি, খুনোখুনি হচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে।’ সামনে নির্বাচন, সামাজিক সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হবার আহ্বান জানান রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে বলেন- মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবেলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন।

চট্টগ্রামে হতাহত জুলাই যোদ্ধা ও পরিবারকে মানবিক সহায়তার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের সহযোগীতায় চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহিদ ৭ পরিবারসহ হতাহতদের মানবিক সহায়তা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন- বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপির নেতা অহিদুল আলম, এম এ শুক্কুর প্রমুখ।