back to top

পটিয়ায় সেনা অভিযানে ৫ লাখ টাকার চোলাই মদসহ আটক ১

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১২:২২

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর এলাকা থেকে সেনাবাহিনী ৫ লাখ টাকার চোলাই মদসহ রাসেল মহাজন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

৩০ নভেম্বর (রবিবার) দুপুরে কেলিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৮১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তী আইনী পদক্ষেপের জন্য অভিযুক্ত রাসেল মহাজনকে ও উদ্ধার করা মাদকদ্রব্যসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।