দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা আজ সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।
এর ফলে আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে।
বিভিন্ন বিদ্যালয় গতকাল বৃহস্পতিবারই নোটিশ দিয়ে আজকের পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা বলেন— দীর্ঘদিনের বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।
তারা আরও জানান, শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনার চেষ্টা চলছে। পরিস্থিতির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকেরা।
স্থানীয় অভিভাবকরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়েছেন অনেকে।
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির গতকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবিগুলো না মানায় এখন লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


