চট্টগ্রাম নগরীর হামজারবাগে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আবুল কালামের মালিকানাধীন মেসার্স পারভেজ ফুড প্রোডাক্টস লিঃ নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনিবন্ধিত ব্যতিরেকে শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করাসহ নানা অনিয়মের অভিযোগে মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী এ অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন ফেরদাউস।
অভিযানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।
এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের সহায়ক কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিএমপির একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
