কক্সবাজারের পেকুয়ায় আগুনে চারটি বসতবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউপির রঙ্গিন খালের পূর্বকুল এবাদুল্লাহ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদিউল আলম। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এসময় আগুন চারদিকে ছড়িয়ে রাহমত, মুর্শিদা, শফিউলম আলম এবং আবু তাহরের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসকে কল দিলেও তারা আতসে ততক্ষণে সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যায়।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদিউল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। চারটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের সমবেদনা জানানোর ভাষা আমার নেই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমার ব্যক্তিগত তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।
