back to top

ফটিকছড়িতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৫

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সঙ্গে হাত ও গলা বাঁধা অবস্থায় এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা–বাগানের মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (১৭)। তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মো. আলীর ছেলে।

উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।