চট্টগ্রামে লালদীঘির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর বুধবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি তার বক্তব্যে আগামী ৫ ডিসেম্বর লালদিঘী মাঠে ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, সেক্রেটারির অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল কাদের, দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তরের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী প্রমুখ।


