চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় কাস্টমস কর্মকর্তার প্রাইভেটকার থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে হামলার ঘটনাটি ঘটে।
এসময় মো. আসাদুজ্জামান খাঁন নামে এক রাজস্ব কর্মকর্তাকে গুলি করে হত্যার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার অপরজন সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত দুজনেই অক্ষত অবস্থায় রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখায় কর্মরত রয়েছেন। তিনি
একজন সৎ কর্মকর্তা।
অনৈতিক অনৈতিক সুবিধা গ্রহণ না করায় এই কাস্টমস কর্মকর্তাকে হত্যা করতে গাড়িতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। মামলা করতে তিনি বর্তমানে থানায় রয়েছেন।
সৎ কর্মকর্তাদের ভয় দেখিয়ে রাজস্ব ফাঁকি ও অনৈতিক সুবিধা নিতে হাউসে একটি চক্র দীর্ঘদিন কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে আসাদুজ্জামানকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর একটি মোবাইল নাম্বার (017**-64**16) থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছেন। প্রাণনাশের হুমকি পাওয়ার পর গত ৬ অক্টোবর বন্দর থানায় জিডি করেছিলেন আসাদুজ্জামান খান।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ‘আমি মো. আসাদুজ্জামান খাঁন, রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টম হাউজ। ৫ অক্টোবর হাউসে অবস্থান করাকালীন সময়ে বিকেল সাড়ে ৪টার দিকে 017**-64**16 মোবাইল নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি এবং আমাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
আজ হামলার বিষয়ে আসাদুজ্জামান খান জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল। তারা একটি মোটরসাইকেলে করে আসে। একজনের হাতে ছিল চাপাতি। কাছে এসে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।
তিনি বলেন, ‘আমরা নিয়মিত কাস্টমসের বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন গড়ে ১০-১২টি মামলা করি। এ কারণে নানা সময় হুমকিও পেয়েছি’।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার খায়রুল বাসার গণমাধ্যমকে বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর ডবলমুরিং থানার ওসিসহ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।
