বিপিএলের আসন্ন ১২তম আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন মালিকানায় আসছে চট্টগ্রাম রয়েলস, যেখানে আসরের শুরু হওয়ার আগেই বড় পরিবর্তন দেখা দিয়েছে।
চট্টগ্রাম রয়েলসের ম্যানেজার ও মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছেন।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি চট্টগ্রাম রয়েলসের সাথে আর নেই।
আরও পড়ুন
চট্টগ্রাম রয়েলসের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া কোচিং স্টাফে রয়েছেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো।
অন্যদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও শেষ মুহূর্তে কোচিং স্টাফ চূড়ান্ত করেছে।
রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক দায়িত্ব পালন করবেন।
রাজশাহী রয়্যালসের প্রধান কোচ হান্নান সরকার, ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড, সিলেট থান্ডার্সের প্রধান কোচ সোহেল ইসলাম এবং নোয়াখালী পাইলটসের প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন।
বিপিএলের ১২তম আসর উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে এই কোচিং পরিবর্তন ও নতুন সাজেশনের মাধ্যমে।


