back to top

বিয়ের পর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন অভিনেত্রীরা

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:০২

চলচ্চিত্র-টেলিভিশন জগতে ঘনিষ্ঠ বা চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক নতুন নয়। কেউ এই দৃশ্যে স্বাচ্ছন্দ, কেউ আবার ব্যক্তিগত সীমারেখার কারণে এমন দৃশ্য করতে চান না।

সম্প্রতি এ প্রসঙ্গে একাধিক তারকা তাদের অবস্থান পরিষ্কার করেছেন।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান জানিয়েছেন, বিয়ের পর তিনি আর চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না। তার মতে, ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান রেখে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

টালিউডের ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যও জানান, এমন কোনও দৃশ্যে তিনি অভিনয় করবেন না যা পরিবারের সদস্যদের সঙ্গে দেখলে তার অস্বস্তি হতে পারে। তার বিশ্বাস, স্বামী রুবেল দাসও একই মত পোষণ করেন।

অন্যদিকে অভিনেত্রী শ্রুতি দাস মনে করেন, একই পেশার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় তার কাজের দিকটি স্বামী স্বর্ণেন্দু বুঝতে পারেন।

শ্রুতি বলেন, গল্পের প্রয়োজন হলে ঘনিষ্ঠ দৃশ্যে তার কোনও আপত্তি নেই। তবে অহেতুক কোনও কাজেই তিনি এমন দৃশ্য করতে চান না। বিষয়টি তার বিয়ে হওয়া না হওয়া-কোনওটির সঙ্গেই যুক্ত নয় বলে জানান তিনি।

অভিনেত্রী অহনা দত্তর মতে, পরিবারের অনুমতি বা স্বামীর মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিল্পীর নিজের অনুভব। তিনি বলেন, গল্পের স্বার্থে গন্ধযুক্ত খাবারও যদি খেতে হয়, করব। তাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আমার কোনও বাধা নেই।

অভিনেত্রী ঊষসী রায় জানান, তিনি দৃশ্যটি বিশ্বাস করতে পারলে তবেই অভিনয় করেন। জোর করে কিছু করানো হলে তা সম্ভব নয়।

তবে অতীতে এমন দৃশ্য করার পরে তিনি ভেবেছিলেন, বাড়িতে কী প্রতিক্রিয়া হবে।

পরে পরিবারের লোকজনই তার অভিনয়ের প্রশংসা করেন। তার বিশ্বাস, তার কাছের মানুষেরা তার প্রতি আস্থা রাখেন।