চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহদাত হোসেন বলেছেন, ‘নগরীতে এখন ১১টি মাঠ নির্মাণের কাজ চলছে।
১১ নং ওয়ার্ডে বহরুপী মাঠ, ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ, সদরঘাটের বালুর মাঠ, বাকলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মহসিন কলেজের মাঠ, নাসিরাবাদের মাঠ, বাকলিয়া স্কুলের মাঠ, হালিশহর এইচ ব্লকের মাঠ সবগুলো শিশুদের খেলার সুস্থ বিনোদনের উৎস হয়ে উঠবে।
পর্যায়ক্রমে ৪১ টা ওয়ার্ডে ইনশাল্লাহ ৪১ টা খেলার মাঠ আমি করে দিয়ে যাব ইনশাআল্লাহ।’
শনিবার বিকেলে আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ ও পার্ক করে দিব।
আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের এই শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল। জাম্বুরি মাঠের একটা অংশও আমরা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি।
তিনি আরও বলেন, ‘শুধু এই পার্ক নয়। আমরা বিপ্লব উদ্যানের ওই পার্কটা ঢেলে সাজিয়ে চট্টগ্রামবাসীকে উপহার দেব।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময় ওই পার্কে তিনি উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। সে ঐতিহাসিক পটভূমিও সেখানে থাকবে কারণ মানুষ বিপ্লব উদ্যানে যায় কিন্তু বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক বিষয়ে কোন স্মৃতিচিহ্ন তারা দেখতে পায় না। কোন ধরনের পটভূমি সেখানে দেখতে পায় না। সেটাও ইনশাল্লাহ আমরা করে দিব।
চাদগাঁওতে যে পার্কটি বন্ধ হয়ে পড়ে আছে সেটাও আমরা মন্ত্রণালয়ের কাছে চেয়েছি। সেটাও ইনশাল্লাহ আমি নতুন করে চালু করে দিব।আমবাগানে ওয়াসিম আকরাম পার্কেরও কাজ চলছে। অনেকগুলো পার্কের কাজ কিন্তু আমরা শুরু করেছি।’
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি এম মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর,২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল সর্দার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, ডবলমুরিং থানা সেচ্ছাসেবকদল সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।
