back to top

চট্টগ্রামে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৪

চট্টগ্রাম নগর আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত স্বর্ণালংকারসহ চুরির মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণের নেকলেস, চেইন, কানের দুল, আংটিসহ মোট দুই ভরি নয় আনা স্বর্ণালংকার এবং চুরি হওয়া মোবাইল উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম আকবরশাহ।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল (৩২), মো. হৃদয় (২১) এবং মো. শরীফ (২৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ ২৭ নভেম্বর সকালে কর্মস্থলে যান।

একই দিন বিকেলে বড় মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে বাসায় তালা দিয়ে বের হন তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী। বিকেল চারটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, দরজার ছিটকিনি কাটা এবং আলমারি ভাঙা।

আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং এক জোড়া রুপার নুপুর চুরি হয়।

স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং নুপুরের মূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী। এ ঘটনার পর ৫ ডিসেম্বর আকবরশাহ থানায় মামলা করা হয়।

মামলার পর আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের তিন সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।