back to top

চসিকের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৪

চট্টগ্রাম নগরীর জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

আজ রবিবার (৭ ডিসেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা আদায় করা হয়।

চসিক সূত্র জানায়, জামাল খান রোডে রহমানিয়া কুলিং কর্ণারে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি, অপরিচ্ছন্ন ফ্রিজে ঝালজাতীয় খাবার সংরক্ষণ এবং বিভিন্ন রাসায়নিকের ব্যবহার পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আন্দরকিল্লায় ‘কেন্ডি’ নামের একটি দোকানে খোলা অবস্থায় জিলাপির সিরায় মশা–মাছি ও ধুলোবালি পড়া, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জামাল খান এলাকার মনিষা ফার্মেসীতে মেয়াদবিহীন তরল ওষুধ বিক্রির জন্য রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।