আইপিএলে মিনি নিলামকে সামনে রেখে ড্রাফটে নাম লিখিয়েছিলেন ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার।
এর মধ্যে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নেই সাকিবের নাম।
এই তালিকায় থাকা ৩৫০ জনের মধ্যে আছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। মিনি নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে আইপিএলের ১০ দল। তথ্য এনডিটিভির।
আরও পড়ুন
মিনি নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ৭ বাংলাদেশি হলেন—মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। আবুধাবিতে ১৬ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।
এবারের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজ। এছাড়া ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুল। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
এর মধ্যে কেবল রাকিবুলই বাংলাদেশ জাতীয় দলে এখনো সুযোগ পাননি। তবে ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার।
নিয়মিত খেলছেন ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে। ৬৯ টি–টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট মন্দ নয়, ৬.৯০।
প্রাথমিক তালিকায় নাম নেই, এমন ৩৫ ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেনিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের মধ্যে সবচেয়ে বড় চমকের নাম কুইন্টন ডি কক। সম্প্রতি অভিষেক ভেঙে ফিরে এসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
চূড়ান্ত তালিকার ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ফাঁকা থাকা ৭৭টি জায়গার মধ্যে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য।
সবচেয়ে বেশি ৬৪.৩০ কোটি রুপি আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে।


