চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিউদ্দিন হত্যা মামলার আসামি আইনুল আলম ডিউক গ্রেপ্তার হয়েছেন।
হত্যার ঘটনার প্রায় ৮ বছর পর বন্দর বন্দর থানার বরখান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডিউক বন্দর থানায় দায়েরকৃত হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণম্যামাম) এআরএম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে অনুষ্ঠানে উপস্থিত জনতা ভিকটিমকে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ভিকটিম মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করে।


