back to top

বান্দরবানে রিসোর্টের মালিক-ম্যানেজার অপহৃত

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩

বান্দরবান জেলা সদরের নীলাচল এলাকা থেকে রিসোর্ট মালিকসহ দুইজনকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে সোমবার রাতে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন মেঘ দুয়ারী রিসোর্টের মালিক বাবুমণি কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভি।

বাবুমণি কর্মকারের ভাই রাজু কর্মকার জানান, সোমবার রাতে ম্যানেজার অভিকে সঙ্গে নিয়ে রিসোর্ট থেকে ফিরছিলেন তার ভাই।

এ সময় ১০-১২ জনের একটি দল মোটরসাইকেল থামিয়ে তাদের অপহরণ করেন।

এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি জানিয়ে তিনি বলেন, অপহরণের পর নীলাচল রাস্তার পাশে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান জানান, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়।

এদিকে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে একটি আঞ্চলিক সশস্ত্র গ্রুপ বাবুমণির কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করে।

এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তবে চাঁদার দাবিতে তাকে অপহরণ করা হয়েছে কি না এ বিষয়ে নিশ্চিত নন তারা।