২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি।
সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।
অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।
এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগে সরকারি ৩৭টি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি।
নতুন সমন্বয়ের ফলে ১৪টি মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি আসন।
বেসরকারি ৬৬টি মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২টি আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা নেমে এসেছে ৬ হাজার একটিতে।


