খিজির হায়াত খানের পরিচালনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ ২০২৩ সালের ৩ মার্চ মুক্তি পায় এবং মুক্তির পরপরই ছবিটি সমালোকদের প্রশংসা অর্জন করে।
এবার বিজয় দিবসের বিশেষ উপলক্ষে, সরকারিভাবে বিদেশী দূতাবাসগুলোতে ছবিটি দেখানো হবে বাংলাদেশে।
এই তথ্যটি দিয়েছেন খিজির হায়াত খান। তিনি জানান, “খবরটি শোনার পর থেকে আমি খুব আনন্দিত।
সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। অপ্রত্যাশিত সুখবর সবসময়ই আনন্দের। একজন নির্মাতা হিসাবে, আমি সবসময় দেশকে তুলে ধরার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আমি কখনো ফুটবল নিয়ে ছবির কাজ করেছি, কখনো আবার দেশপ্রেম নিয়ে। তবে কখনোই প্রতিদান চাইনি।
আমি দেশের জন্যই কাজ করতে চেয়েছি। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে, আমি যেন একটি পুরস্কার পেলাম।”
‘ওরা ৭ জন’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, শিবা শানু, ইমতিয়াজ বর্ষণ, সজিব ও অন্যান্য শিল্পীরা।


