back to top

পয়েন্ট খুইয়েছে লুইস এনরিকের দল, পয়েন্ট তালিকার এক নম্বরে আর্সেনাল

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫২

ঘরের মাঠে এবারের চ্যাম্পিয়নস লিগে আগে দুটি ম্যাচেই তিন বা তার বেশি গোল করা ক্লাব ব্রুগা আজ নিজেদের মাঠেই রীতিমতো ‘অবরুদ্ধ’ হয়ে পড়ল আর্সেনালের সামনে।

দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ক্লাবটি উল্টো ব্রুগাকে তিন গোল হজম করিয়ে মাঠ ছাড়লো স্বস্তিতে।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে মিকেল আরতেতার দল।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি আটকে গেছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। লুইস এনরিকের দল গোলশূন্য ড্রয়ে পয়েন্ট খুইয়েছে।

প্রথমার্ধের ২৫ মিনিটে ননি মাদুয়েকে আর্সেনালকে এগিয়ে দেন। বিরতির পর ৪৭ মিনিটে তিনি আবারও জালে বল পাঠান। এরপর ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোল জয় নিশ্চিত করে দেয় গানারদের।

বাকি সময় আর গোল হজম না করেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

এ জয়ে আর্সেনাল এখন পয়েন্ট তালিকার এক নম্বরে। ব্রুগা ৩৬ দলের মধ্যে অবস্থান করছে ৩১তম।

সান মেমসে পিএসজি সুযোগ নষ্ট করার মাশুল দিয়েছে। ১৮টি শটের ১৩টিই ছিল বক্সের ভেতর থেকে, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। তবুও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে ব্রাডলি বার্কোলার শট ক্রসবারে না লাগলে ম্যাচের ফল বদলে যেতেও পারতো।

০–০ ড্র সত্ত্বেও ১৩ পয়েন্ট নিয়ে পিএসজি এখনো তালিকার তিন নম্বরে, আর বিলবাও ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ২৮তম স্থানে।

রাতের সব ম্যাচের ফল

জুভেন্টাস ২:০ পাফোস
লেভারকুসেন ২:২ নিউক্যাসল
বেনফিকা ২:০ নাপোলি
ডর্টমুন্ড ২:২ বোদো/গ্লিমট
বিলবাও ০:০ পিএসজি
ব্রুগা ০:৩ আর্সেনাল
রিয়াল ১:২ ম্যানচেস্টার সিটি
ভিয়ারিয়াল ২:৩ কোপেনহেগেন