back to top

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৩

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘাতক গাড়িটিকে জব্দ করেছে।

নিহতরা হলেন ইরাম দেওয়ান (২৬)। তিনি বেসরকারি আইএইউবি’র ছাত্র ছিলেন। আরেকজন তপু আহম্মেদ (২৫)। তিনি ইউআইইউ এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা।

পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।