প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনলাইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে জালিয়াতি বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রেখে জরুরি ভিত্তিতে পৃথক আইন করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ নির্দেশ দেন বৈঠকের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনলাইন এবং এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক।
একটা জালিয়াতির সমুদ্র বলা যায়। এত স্কেলে (পরিমাণ) জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে।
প্রেস সচিব বলেন, আমাদের দেশে একটা বড় জালিয়াতচক্র অনেক মানুষকে ঠকাচ্ছে। দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে।
এটার ফলে যেটা দেখা যাচ্ছে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে।
শফিকুল আলম আরও বলেন, অনলাইন ও এআই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন— এটার ওপরে যেন একটা আলাদা আইন করা হয়।
এটা খুব জরুরি ভিত্তিতে এই আইনটা করা হবে। বাংলাদেশে যারা এআইয়ের মাধ্যমে বা সফটওয়ার ব্যবহার করে অনলাইনে জালিয়াতি করছে তাদের যেন শাস্তি থাকে, এই জালিয়াতি রোধ করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব নিতে বলেছেন।


